দৈনন্দিন কার্যক্রম

বিদ্যালয়ের কার্যক্রম ২ টি শিফট এর দুজন সহকারী প্রধান শিক্ষকের মাধ্যমে পরিচালিত হয়।২টি (i) প্রভাতী, (ii) দিবা ১৭২৯ জন (ক) প্রভাতী-৮৭১, (ক) দিবা- ৮৫৮ জন (i) প্রভাতী সকাল ৭.১০টা থেকে বেলা ১১.২৫ টা পর্যন্ত (ii) দিবা সকাল ১১.৩৫ টা থেকে বিকাল ৪.১৫টা পর্যন্ত
প্রাত্যহিক সমাবেশ :- প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে বিদ্যালয় পাঠদান কার্যক্রমের সূচনা ঘটে। সমাবেশেছাত্ররা শ্রেণিভিত্তিক সারিতে পতাকাতলে সমবেত হয়। সকল শিক্ষকের উপস্থিতিতে এবং শরীর চর্চা শিক্ষকেরতত্ত্বাবধানে সমাবেশ পরিচালিত হয়ে। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, শপথ গ্রহণ, সমবেত কণ্ঠে জাতীয় সংগীতএবং শরীরচর্চা শেষে ছাত্ররা সুশৃঙ্খলভাবে নিজ নিজ শ্রেণিকক্ষে প্রবেশ করে। উল্লেখ্য, প্রভাতি ও দিবা উভয়শিফটেই প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠিত হয়।